Saturday, May 21, 2022

হিমছড়ি ঝর্ণা ও ইনানী বিচ ভ্রমন

হিমছড়ি ঝর্ণা...



কক্সবাজারের থেকে ১২ কিলোমিটার দূরত্বের মধ্যে রয়েছে আকর্ষণীয় পর্যটন স্থান। এটি হলো হিমছড়ি। কক্সবাজারের কলাতলী থেকে যাওয়ার পথে মাত্র ১২ কিলোমিটার গেলেই পাওয়া যাবে এ পর্যটন স্থান হিমছড়ি।

 









ইনানী বিচ...


কক্সবাজারের থেকে ২২ কিলোমিটার গেলে অন্যটি হলো ইনানী সমুদ্র সৈকত।









যাথায়ত ব্যাবস্থা: কলাতলী থেকে জিপে চড়ে অথবা টমটম সিএনজি করে যেতে পারেন এ জায়গা দুটিতে। খুব সকালে গেলে জায়গা দুটি ঘুরে আবার দুপুরের মধ্যেই ফিরতে পারবেন । আবার বিকেলে খাওয়ার পর গেলেও সন্ধায় কক্সবাজার ফিরতে পারবেন। ক্সবাজার থেকে জিপে যেতে পারবেন এখানে। রিজার্ভ নিলে খরচ পড়বে দেড় থেকে আড়াইহাজার থেকে তিনহাজার টাকা। 


জিপ বা চান্দের গাড়ী লাগলে যোগাযোগ করুন : 01616129076

 


সেন্টমার্টিন ভ্রমনের প্রয়োজনীয় তথ্য




আকাশের নীল আর সমুদ্রের নীল সেখানে মিলেমিশে একাকার, তীরে বাঁধা নৌকা, নান্দনিক নারিকেল বৃক্ষের সারি আর ঢেউয়ের ছন্দে মৃদু পবনের কোমল স্পর্শ এটি বাংলাদেশের সেন্টমার্টিন প্রবাল দ্বীপের সৌন্দর্য বর্ণনার ক্ষুদ্র প্রয়াস। বালি, পাথর, প্রবাল কিংবা জীব বৈচিত্র্যের সমন্বয়ে জ্ঞান আর ভ্রমণ পিপাসু মানুষের জন্য অনুপম অবকাশ কেন্দ্র সেন্টমার্টিন। স্বচ্ছ পানিতে জেলি ফিশ, হরেক রকমের সামুদ্রিক মাছ, কচ্ছপ, প্রবাল বিশ্ব রহস্যের জীবন্ত পাঠশালায় পরিণত করেছে সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকাকে। এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ।

 কক্সবাজার জেলা শহর থেকে ১২০ কিলোমিটার দূরে সাগর বক্ষের একটি ক্ষুদ্র দ্বীপ সেন্টমার্টিন। চারদিকে শুধু পানি আর পানি। আয়তন ১৭ বর্গ কিলোমিটার। টেকনাফ থেকে ট্রলারে লঞ্চে কিংবা জাহাজে যেতে লাগে দুই থেকে সোয়া দুই ঘণ্টা। এর জনসংখ্যা প্রায় সাড়ে ছয় হাজার। নারিকেল, পেঁয়াজ, মরিচ, টমেটো ধান এই দ্বীপের প্রধান কৃষিজাত পণ্য। আর অধিবাসীদের প্রায় সবারই পেশা মৎস্য শিকার। 

তবে ইদানীং পর্যটন শিল্পের বিকাশের কারণে অনেকেই রেস্টুরেন্ট, আবাসিক হোটেল কিংবা গ্রোসারি শপের মাধ্যমে জীবিকা নির্বাহ করছে। সেন্টমার্টিন দ্বীপের মানুষ নিতান্ত সহজ-সরল, তাদের উষ্ণ আতিথেয়তা পর্যটকদের প্রধান আকর্ষণ। স্বল্প খরচে পর্যটকদের জন্য থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে।

সেন্টমার্টিন যেভাবে যাবেন :বাংলাদেশের যে কোনও স্থান থেকে সেন্টমার্টিন যাওয়ার জন্য আপনাকে প্রথমে যেতে হবে কক্সবাজার। কক্সবাজার থেকে প্রথমে বাসে করে টেকনাফ, টেকনাফ থেকে সি-ট্রাক, জাহাজ কিংবা ট্রলারে চড়ে পৌঁছাবেন সেন্টমার্টিনে। প্রতিদিন ঢাকা থেকে সরাসরি কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায় দূরপাল্লার বেশ কিছু গাড়ি। বাসে ভাড়া লাগবে এসি ৮০০ – ১২০০ এবং নন-এসি ৪০০-৭০০ টাকা। কক্সবাজার তো গেলেন তারপর বাসে করে ১৫০ টাকা বা রিজার্ভ গাড়ী দিয়ে টেকনাফ যেতে হবে। টেকনাফ থেকে সেন্টমার্টিনে প্রতিদিন সকাল থেকে আসা-যাওয়া করে প্রায় ৭টি জাহাজ। চমৎকার এসব জাহাজের পাশাপাশি ট্রলার ও চলাচল করে এই সমুদ্র রুটে। পছন্দসই বাহনে যেতে পারেন। যেকোন জাহাজে যেতে যোগাযোগ করতে পারেন 01616129076।


 নিরাপদ জলযান হিসেবে জাহাজই নির্ভরযোগ্য। এসব জাহাজে টেকনাফ থেকে সেন্টমার্টিন যেতে সময় লাগে দুই ঘণ্টা। অন্যদিকে প্রতিদিনই বিকাল ৩টায় এসব সাহাজ সেন্টমার্টিন ছেড়ে আসে। শীত মৌসুমে সমুদ্র শান্ত থাকে এবং গ্রীষ্ম-বর্ষা মৌসুমে সমুদ্র উত্তাল থাকে, তখন চলাচল ঝুঁকিপূর্ণ।


কোথায় খাবেন :যারা স্বল্প সময়ের জন্য সেন্টমার্টিনে যেতে চান অর্থাৎ সন্ধ্যার আগে ফিরতে চান তাদের অবশ্যই ৩টার আগে ফিরতি জাহাজে আরোহণ করতে হবে। ছোট এই দ্বীপ এলাকা ঘুরে দেখতে ৩ ঘণ্টা সময়ই যথেষ্ট। তবে প্রধান দ্বীপ ও ছেড়া দ্বীপে যারা যেতে চান তাদের হাতে বেশ খানিকটা সময় থাকা উচিত। পর্যটকদের খাবারের জন্য রয়েছে এখানে বেশ কিছু হোটেল ও রেস্তোরাঁ।

 

থাকবেন কোথায় :সেন্টমার্টিনে থাকার জন্য বেশ উন্নতমানের অনেক হোটেল ও কটেজ রয়েছে।

প্রয়োজনে উক্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের রয়েছে নিজস্ব হোটেল। 


যেকোন সেন্টমার্টিন বিষয়ে সহযোগিতায় যোগাযোগ করুন : 01616129076

হিমছড়ি ঝর্ণা ও ইনানী বিচ ভ্রমন

হিমছড়ি ঝর্ণা... কক্সবাজারের থেকে ১২ কিলোমিটার দূরত্বের মধ্যে রয়েছে আকর্ষণীয় পর্যটন স্থান। এটি হলো হিমছড়ি। কক্সবাজারের কলাতলী থেকে যাওয়া...