Saturday, May 21, 2022

হিমছড়ি ঝর্ণা ও ইনানী বিচ ভ্রমন

হিমছড়ি ঝর্ণা...



কক্সবাজারের থেকে ১২ কিলোমিটার দূরত্বের মধ্যে রয়েছে আকর্ষণীয় পর্যটন স্থান। এটি হলো হিমছড়ি। কক্সবাজারের কলাতলী থেকে যাওয়ার পথে মাত্র ১২ কিলোমিটার গেলেই পাওয়া যাবে এ পর্যটন স্থান হিমছড়ি।

 









ইনানী বিচ...


কক্সবাজারের থেকে ২২ কিলোমিটার গেলে অন্যটি হলো ইনানী সমুদ্র সৈকত।









যাথায়ত ব্যাবস্থা: কলাতলী থেকে জিপে চড়ে অথবা টমটম সিএনজি করে যেতে পারেন এ জায়গা দুটিতে। খুব সকালে গেলে জায়গা দুটি ঘুরে আবার দুপুরের মধ্যেই ফিরতে পারবেন । আবার বিকেলে খাওয়ার পর গেলেও সন্ধায় কক্সবাজার ফিরতে পারবেন। ক্সবাজার থেকে জিপে যেতে পারবেন এখানে। রিজার্ভ নিলে খরচ পড়বে দেড় থেকে আড়াইহাজার থেকে তিনহাজার টাকা। 


জিপ বা চান্দের গাড়ী লাগলে যোগাযোগ করুন : 01616129076

 


No comments:

Post a Comment

হিমছড়ি ঝর্ণা ও ইনানী বিচ ভ্রমন

হিমছড়ি ঝর্ণা... কক্সবাজারের থেকে ১২ কিলোমিটার দূরত্বের মধ্যে রয়েছে আকর্ষণীয় পর্যটন স্থান। এটি হলো হিমছড়ি। কক্সবাজারের কলাতলী থেকে যাওয়া...